(শোক সংবাদ)
দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাসেম হুমায়ুন ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের বড় ভাই অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা মরহুম আবদুর রউফ এর স্ত্রী মমতাজ বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে উন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্নইলাহি রাজেউন)।
শুক্রবার বিকেলে শহরের ভূঁইয়ারবাগ এলাকায় পারিবারিক বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আশি (৮০) বছর। তাঁর একমাত্র কন্যা দীর্ঘদিন যাবত যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
শুক্রবার বাদ এশা ভুঁইয়ারবাগ জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এই জানাজায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নসহ স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিক, মরহুমার নিকট আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অংশ নেন।
পরে মাসদাইর পৌর কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে সেখানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। তাঁর আত্মার মাগফেরাত কামনা করে আগামী বুধবার বাদ আছর বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এক প্রতিক্রিয়ায় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিক আবদুস সালাম বলেন, ছোটবেলায় বাবা-মাকে হারিয়েছি। মাতৃতূল্য এই বড় ভাবীর আদর স্নেহ-মমতাতেই আমি বড় হয়েছি। বাবা-মায়ের অভাব কোনদিন তিনি আমাকে বুঝতে দেন নি। মায়ের মতোই তাঁকে সম্মান ও মান্য করতাম। তাঁকে হারিয়ে আমি আমার একজন অভিভাবককে হারালাম ।









Discussion about this post