প্রেস বিজ্ঞপ্তি :
নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সাংবাদিক রোজিনা ইসলামকে লাঞ্চিত ও গ্রেফতারের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন।
সাংবাদিক রোজিনা ইসলাম কে অবিলম্বে মুক্তি ও একজন পেশাদার সাংবাদিককে হেনস্থা করার এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাংবাদিকদের এ সংগঠনটির নেতৃবৃন্দরা।
বিবৃতির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনে সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সোহেল এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কোন তথ্যের জন্য সাংবাদিকদের ফাইল ধরে টানাটানি করতে হয়না। সরকারের লোকেরাই সাংবাদিকদের তথ্য সরবরাহ করে থাকে। কিন্তু পেশাগত দায়িত্ব পালনকালে রোজিনাকে আটকে রেখে যেভাবে তাকে অপদস্থ করা হয়েছে, তা অমানবিক ও ন্যক্কারজনক। দুর্নীতির নানাবিধ অভিযোগে অভিযুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ সাংবাদিক সমাজ মেনে নিবে না।
এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তাদের বরখাস্ত করাসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য জোরালো দাবি জানানো হয়। একই সাংবাদিক রোজিনা ইসলামকে অনতিবিলম্বে মুক্তি দেয়ারও আহবান জানান নেতৃবৃন্দরা।









Discussion about this post