নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে মহাসড়কের উপর থেকে দোকানপাট উচ্ছেদের ফলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়ায় ফুটপাতের চিহ্নিত চাঁদাবাজদের নেতৃত্বে বিক্ষোভ করেছেন হকাররা।
এমন চাঁদাবাজদের নেপথ্যে থেকে নানাভাবে শেল্টার দেয়ার অভিযোগ রয়েছে রাজনৈতিক দলের অসাদু কয়েকজন নেতাদের বিরুদ্ধে ।
বিগত সময়ের মতো এখনো নারায়ণগঞ্জ শহরের সকল সড়কে পুলিশের সহায়তায় ফুটপাত দখল করে চাঁদাবাজির মহোৎসব চলমান রেখেছে অসাধু রাজনৈতিক দলের অসাধু কিছু নেতা । অনুরূপ সিদ্ধিরগঞ্জের শিমরাইলে একই কায়দায় চাঁদাবাজি অব্যাহত রাখতে নানা কৌশল চালিয়ে যাচ্ছে দখলকারী ও চাঁদাবাজি চক্র ।
নারায়ণগঞ্জ শহরের প্রতিটি সড়ক পথে খোদ র্যাব ও থানা কার্যালয়ের নাকের ডগায় দাড়িযে প্রকাশ্যে জন সাধারণকে জিম্মি করে চাঁদাবাজির মহোৎসব চলমান থাকায় নগরীর শিমরাইলে কেন এমন চঁদাবাজি চলবে না, এমন দাবী করে অসাধু চক্রের শেল্টারে মিছিল করার মতো দুঃসাহস দেখাচ্ছে অপরাধীরা । চাঁদাবাজদের এমন দুঃসাহসের ঘটনায় নগরীর সকলেই ক্ষোভ প্রকাশ করেছেন । অনেকেই বলেছেন, “আমরা জিম্মি হয়ে পরেছি অপরাধীদের কাছে !”
চাঁদাবাজচক্র শিমরাইল ও সাইনবোর্ড এলাকায় দায়িত্বরত হাইওয়ে পুলিশের টিআই মশিউর রহমানের অপসাধারণ দাবিও করেছেন।
সোমবার দুপুরে ওই বিক্ষোভ করেন হকাররা। মহাসড়কের পাশের মার্কেটগুলোর ব্যবসায়ীরা জানান, মহাসড়কে দোকানপাট বসাতে হাইওয়ে ট্রাফিক পুলিশকে ম্যানেজ করতে না পেরে এ বিক্ষোভ করেন হকাররা। চাঁদাবাজদের নেতৃত্বে হকারদের বিক্ষোভের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পথচারীসহ সাধারণ মানুষ।
চলতি মাসে একাধিকবার অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের রিকশা লেন থেকে অবৈধ হকারদের উচ্ছেদ করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের টিআই মশিউর রহমান।
সেই থেকে এ রাস্তায় বিভিন্ন যানবাহন চলাচল করার পাশাপাশি পথচারীরা ফুটপাথ দিয়ে অনায়াসে হাঁটাচলা করতে পারছেন। পরে হকাররা মহাসড়কে জোরপূর্বক তাদের পশরা সাজিয়ে বসতে চাইলেও পুলিশ তাদের রাস্তা দখল করে বসতে দেয়নি।
এর প্রতিবাদে সোমবার দুপুরে শিমরাইল মোড় ছিন্নমূল হকার্স সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজার নেতৃত্বে চাঁদাবাজ রিপন ওরফে মুরগি রিপনের সহযোগীরা বিক্ষোভ মিছিল বের করেন।
চাঁদাবাজ সেলিম রেজা ও রিপন ওরফে মুরগি রিপন ইতিপূর্বে র্যাব ও-পুলিশের হাতে একাধিকবার গ্রেফতার হয়েছিলেন। তাদের উভয়ের প্রধান পেশা ফুটপাতে চাঁদাবাজি।
পথচারীরা বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে বাইপাস সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। এবং ফুটপাত দিয়ে মানুষ হাঁটতে পারছেন। যানজটও অনেকটা কমে গেছে।
ফুটপাত ফের দখল হলে পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘটনায় হাইওয়ে পুলিশ ও নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগকে সাধুবাদ জানিয়েছেন পথচারীরা।
কাঁচপুর হাইওয়ে পুলিশের টিআই মশিউর রহমান বলেন, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত, যানজট নিরসন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।
উচ্ছেদ করা স্থানে পুনরায় হকাররা রাস্তা দখল করার জন্য বিক্ষোভ মিছিল করলেও আমরা তাদের রাস্তা দখল করতে দেব না।









Discussion about this post