বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মশার কয়েল তৈরি ও বিএসটিআইয়ের লোগো ব্যবহার করায় নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বাজার অভিযান পরিচালনা করে কয়েল কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদপ্তর।
বুধবার (১১ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে ওই অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে জেলা ক্যাব, বিএসটিআই এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
মো. সেলিমুজ্জামান বলেন, ‘বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কয়েল তৈরী ও বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে মেসার্স শাহ কেমিক্যাল নামে একটি প্রতিষ্ঠান “৬৫৫ এক্সট্রা পাওয়ার কয়েল জাম্বু বুস্টার, নিউ বসুন্ধারা সুপার পাওয়ার মেগা কয়েল, নিউ বসুন্ধারা সুপার মসকিউটো কয়েল, নিউ বসুন্ধারা মসকিউটো কয়েল” তৈরি করে আসছিল।’
‘এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ এবং ৪৪ ধারায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
এলাকাবাসীর অভিযোগ ও প্রশ্ন তুলে আরো জানায়, সিদ্ধিরগঞ্জে অসংখ্য কয়েল কারখানা রয়েছে । প্রায় সকল কয়েল কারখানা অবৈধ এবং বিদ্যুৎ ও তিতাস গ্যাসের চোরাই সংযোগ দিয়ে চলছে বছরের পর বছর । কয়েক দিন পর পর এই কারখানায় জরিমানা দিয়েই চলছে এই অবৈধ কারখানা । এই কারখানা চালু থাকে কি করে ? সকলের ধারনা প্রকাশ্যে জরিমানা করা হলেও নেপথ্যে রয়েছে ভিন্ন কোন সখ্যতা ।









Discussion about this post