গ্রেপ্তারকৃতরা হলেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন দক্ষিণ গোপাল রায় এলাকার মাহেন্দ্র নাথ (৩২) ও রাজধানীর ঢাকা জেলার ধামরাইল থানাধীন বেলীশ্বরের জিহাদ ইসলাম (৩২)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা কক্সবাজারের ইয়াবা পাচারকারী। তারা দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে কৌশলে বাসযোগে ইয়াবা পাচার করে আসছিল।
‘বুধবার ভোরে কক্সবাজার থেকে বাসে ঢাকায় কৌশলে ইয়াবা নিয়ে আসছিল। র্যাব-১১ এর একটি দল ভোর সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ শিমরাইলরোডে চেকপোস্ট বসায়। সেখানে গাড়ি থামিয়ে তল্লাশি করার সশয় ঢাকাগামী স্টার লাইন স্লিপিং কোচ থেকে নেমে দ্রুত পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন হিসেবে মাহেন্দ্র নাথ ও জিহাদ ইসলামকে আটক করা হয় ‘
আটকের পর জিজ্ঞাসাবাদ এবং তাদের দেহ তল্লাশি করে ৯৮০টি ইয়াবা উদ্ধার করে বলে জানিয়েছে র্যাব।









Discussion about this post