নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বাধা প্রদান ও হাইওয়ে পুলিশের উপর মারমুখী আচরণ করার দায়ে মো. সেলিম রেজা (৫৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে তাকে আটক করে কাঁচপুর হাইওয়ে পুলিশ। এরপর তার বিরুদ্ধে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের সার্জেন্ট কুশল কুমার সাহা বাদী হয়ে বিকালে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামিকে থানায় হস্তান্তর করেন।
গ্রেফতারকৃত সেলিম রেজা জেলার সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারী এলাকার মৃত হোসেন আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের ঢাকাগামী লেনের উপর বসানো অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সময় গ্রেফতারকৃত মোঃ সেলিম রেজাসহ আরও ৮/১০ জন বাধা দেয় এবং হাইওয়ে পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে মারমুখী আচরণ করে।
এর আগে সোমবার শিমরাইল মোড়ে হকারদের একত্রিত করে পুলিশের বিরুদ্ধে উসকানি মূলক বক্তব্য রাখেন সেলিম রেজা।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা দেওয়ায় হাইওয়ে পুলিশ থানায় মামলা করেছে। সেই মামলায় থানায় একজন গ্রেফতার আছে।









Discussion about this post