সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড়ে সরকারি জায়গায় অবৈধ ভাবে গড়ে উঠা তিন শতাধিক ফুটপাথ দোকান উচ্ছেদ করে দিয়েছে থানা পুলিশ।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় অর্ধশতাধিক পুলিশ এসব দোকান উচ্ছেদ করেন।
ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ীরা জানা, থানার ওসি মশিউর রহমানের নাম ভাঙিয়ে দৈনিক অর্ধ লক্ষাধিক টাকা চাঁদা আদায় করতো রিপন ওরফে মুরগী রিপন ও জামাল নামে দুই চাঁদাবাজ।
তারা দৈনিক পুলিশ ম্যানেজ করার জন্য একশ, সওজ কর্মকর্তাদের জন্য ৫০ ও বিদ্যুৎ বিল বাবদ ৩০ টাকা করে মোট ১৮০ টাকা চাঁদা নিতেন। তবে চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন রিপন ও জামাল।
জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, আমার নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের বিষয়টি জানতাম না। চাঁদার ভাগই যদি পেতাম তাহলে উচ্ছেদ করতে আসতাম না।
উচ্ছেদ করতে এসে দোকানদারদের কাছ থেকে বিষয়টি জানতে পারি। যারা আমার নাম ভাঙিয়ে চাঁদা আদায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানায়, জনবহুল শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে সওজের অধিনস্থ সরকারি জায়গা দখল করে তিন শতাধিক ফুটপাথ দোকান গড়ে উঠে। সওজ ও পুলিশ এসব দোকান উচ্ছেদ করলেও এক দুইদিন পরই আবার দোকান গড়ে তুলা হয়।








Discussion about this post