সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল মোড়স্থ (চিটাগাং রোড) হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে শিপন ব্যাপারী (২৮) এবং মোঃ আব্দুস সালাম (৫১) নামে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম।
গতকাল ২৪ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব-১১ এর অভিযানে গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
আজ বুধবার (২৫ আগস্ট) র্যাব-১১ এর উপ পরিচালক (মিডিয়া অফিসার) লে. কমান্ডার মাহমুদুল হাসান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এ/১০ চিটাগাং রোড, হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট এলাকায় দোকানদারদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক দৈনিক প্রতি দোকান থেকে ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজ দমনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি ।









Discussion about this post