নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলমাস (৬৩) নামে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১২ ডিসেম্বর শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের এসও মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে শিশুর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে এনে আলমাসকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সুজন রঞ্জন তালুকদার বলেন, ‘এসও মন্ডলপাড়া এলাকার আলমাস মুদির দোকানদার। সে তার প্রতিবেশির শিশু সন্তানকে বিভিন্নভাবে অশ্লীল দৃষ্টিভঙ্গি করতো। এছাড়াও বৃহস্পতিবার রাতে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় রাতেই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে সকালে অভিযান চালিয়ে আলমাসকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরো বলেন, ‘শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর আলমাসকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’









Discussion about this post