নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নন্দলালপুরে জয়নাল (২২) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর পর কয়েক ঘন্টার ব্যবধানে সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাজুল ইসলাম রাসেল (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ মে) বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের কদমতলী ভূঁইয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মুন্সিগঞ্জের তাজেরাকান্দি এলাকার মো. মনা মিয়ার ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের এস ও রোড এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্র জানিয়েছে, তাজুল ইসলাম রাসেল ঈদে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। রোববার ফ্রিজ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহন হন রাসেল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, নিহতের বাবা থানা এসে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি চেয়ে লিখিত ডায়েরি করেন। এ জন্য ময়নাতদন্ত না করে মরদেহ হস্তান্তর করা হয়েছে।









Discussion about this post