নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনাল সংলগ্ন একটি বোর্ডিং (আবাসিক হোটেল) থেকে রফিকুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকেল ৫টায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলা সদর থানার সেহেরা এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
বোর্ডিংয়ের ম্যানেজার বাদশা আলমগীর জানান, গত ৩ জুন রফিকুল ইসলাম বোর্ডিংয়ের ১০১ নম্বর কক্ষ ভাড়া নেন। তিনি স্বাভাবিক ভাবেই দিন কাটাচ্ছিলেন। ঘটনার কয়েক ঘণ্টা আগেও তিনি স্বাভাবিক ছিলেন।
রবিবার দুপুর ৩টা থেকে তার কক্ষ বন্ধ থাকায় আমরা ডাকাডাকি করে কোনো শব্দ না পেয়ে পুলিশে খবর দেই। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন জানান, লাশের সাথে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে তিনি বিষ পান করে আত্নহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।









Discussion about this post