নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি টিসি রোড এলাকায় রাতের অন্ধকারে হঠাৎ ঝটিকা মিছিল বের করেছে মাদক ব্যবসায়িরা।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এই মিছিল বের করা হয়। এসময় মাদক ব্যবসায়ি ছাড়াও মিছিলে ছিনতাকাইকারী, পকেটমার, কিশোরগ্যাং, বখাটে, ইভটিজাররা অংশ নেয়। মিছিলকারীদের লম্ফঝম্ফতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী জানায়, মাদক ব্যবসায়িরা সুবিধা নেয়ার জন্য এবং ক্ষমতাসীনদের দৃষ্টি কাড়তে জামায়াত শিবিরের বিরুদ্ধে শ্লোগান দিয়েছে। অথচ মিছিলে অংশ নেয়া যুবকদের সিংহভাগ বিএনপি জামায়াতের সমর্থক।
তারা আরও জানান, গত কয়েকদিন চিহ্নিত মাদক ব্যবসায়ি টাইগার ফারুকের নাম পেপারে ছাপা হওয়ার পর টাইগার ফারুক টাকা দিয়ে এই যুবকদের মিছিল করতে মাঠে নামিয়েছে।
তবে প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানায়, মিজমিজি এলাকার মুন্না নামে এক যুবক
ফেসবুকে তার আইডি থেকে একটি কুকুরের ছবি পোস্ট করে। এবং লিখে “ ছাল নাই কুত্তার বাঘা কত। এলাকাবাসী অতিষ্ঠ। কি করা যায়”। এ নিয়ে মাদক ব্যবসায়ি টাইগার ফারুকের চেলা-চামুন্ডারা মনে করেছে টাইগার ফারুককে কুকুর ইঙ্গিত করে পোস্ট দেয়া হয়েছে। এ ঘটনায় মুন্নার এক সহযোগিকে মারধর ধর টাইগার ফারুকের সন্ত্রাসীরা। পরে মুন্না বিষয়টি জিজ্ঞাসা করতে আসলে তারা মুন্নার উপরও চড়াও হয়। পরে মুন্না চলে যাওয়ার পর টাইগার ফারুকের চেলা-চামুন্ডারা মিছিল বের করে। মিছিলের নেতৃত্ব দেয় কিশোর গ্যাং লিডার বাবু ও মহসিন। মিছিলের অংশ নেয়া বেশীরভাগ কিশোরগ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে এলাকার লোকজন।

বামে ফেসবুকে পোস্ট, ডানে কিশোরগ্যাং লিডার বাবুকে ধরে আছে মাদক ব্যবসায়ি টাইগার ফারুক
প্রসঙ্গত; গত ৩৭ দিনে মাদক সম্রাট টাইগার ফারুকের ১০ সহযোগি ৪৮ কেজি গাঁজা ও ৮৯৬ বোতল ফেনসিডিলসহ র্যাব ও ডিবির হাতে গ্রেপ্তার হয়। তারা এখন কারাগারে রয়েছে । গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়িদের একজন লোহা চোর মোটা কবিরের ক্যাশিয়ার। নাম মিলন। সে আবার টাইগার ফারুকের অন্যতম মাদক বিক্রির হোতা। তাই মাদক ব্যবসায়িরা গ্রেপ্তার হওয়ার পর লোহা চোর কবির ও টাইগার ফারুক নিজেদের রক্ষায় মাঠে নেমেছে। তার অংশ হিসেবে টাকা খরচ করে মিছিল বের করিয়েছে।
বিষয়টি খতিয়ে দেখার জন্য এলাকাবাসাী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।









Discussion about this post