নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সেই সাত খুনের মাস্টারমাইন্ডার ফাসির দন্ডপ্রাপ্ত আসামী নাসিক এর সাবেক কাউন্সিলর নূর হোসেন কে এবার অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত ।
বুধবার ৬ই জানুয়ারি দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সাবিনা ইয়াসমিনের আদালত রায় দিয়েছে আদালত।
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি মো.সালাহ্ উদ্দীন (সুইট) এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৩ সালে নূর হোসেনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগ আনা হয় নূর হোসেনের অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়ার পরও সেই অস্ত্র তিনি ব্যবহার করতেন।
আদালত ওই মামলায় ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দিয়েছেন।
একই সাথে একটি চাঁদাবাজির মামলায় নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায়, তাকে আদালত বেকসুর খালাস দেন।









Discussion about this post