নারায়ণগঞ্জে জুয়াড় আসর থেকে কুখ্যাত জুয়ারী বড় শাহজাহান সহ সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে নারায়ণগহ্জ ডিবি পুলিশ।
শনিবার ২১ নভেম্বর রাতে নগরীর ১নং বাসষ্ট্যান্ডে এলাক থেকে বড় শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে ।
জেলা গোযেন্দা পুলিশের দারোগা ফরিদ আহম্মদ নারায়ণগঞ্জ নিউজ আপডেটকে বলেন, জুয়া ছাড়াও রড় শাহজাহানের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ রয়েছে । ছোট শাহজাহানের মামলায়ে বড় শাহজাহানও আসামী তাই তাকে গ্রেফতার করে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হচ্ছে। এইদিকে বড় শাহজাহান গ্রেফতার হলেও আরেক কুখ্যাত জুয়ারি ও বিদ্যুৎ চোর ছোট শাহজাহানের অপরাধ সম্রাজ্য এখনো চলমান রয়েছে ।
জানা যায়, বড় শাহজাহানের পাশাপাশি নগরীর বিভিন্ন জায়াগায় জুয়ার আসর বসানোর পাশাপাশি কালিবাজার, ফলপট্টি, ১নং রেলগেইটসহ আশেপাশের এলাকাগুলোতে বিদ্যুতের অবৈধ সংযোগ দিয়ে থাকে এই ছোট শাহজাহান। জেলার পূর্বের এসপি হারুন অর রশিদের অভিযানের পর ঘাপটি মেরে বসেছিলো কুখ্যাত এই দুই জুয়ারি। বর্তমানে আবারো সক্রিয় হতে চলেছে এই দুই জুয়ারির কর্মকান্ড। তবে সঠিক মুহুর্তে বড় শাহজাহানকে গ্রেফতার করতে পারায় সাধুবাদ জানিয়েছে সচেতন মহল এর পাশাপাশি তারা দাবি জানিয়েছে খুব দ্রুত পুরো চক্রকে গ্রেফতার করা হয় এবং এই দুই জনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।
পুরো এই চক্রটি নির্মূল না হলে আবারো জামিনে মুক্তি পেয়ে অপরাধ সাম্রাজ্য চালু করবে । দীর্ঘদিন যাবৎ এই অপরাধী চক্র নারায়ণগঞ্জের বিশেষ পেশার নামধারী অপরাধীদের শেলটারে শহরে নানা অপরাধ কার্যক্রম চালু রেখেছে ।









Discussion about this post