ঢাকা সিলেটের মহাসড়কের কাঁচপুরে চাঁদা আদায়কালে ৩ জন চাঁদাবাজকে চাঁদাবাজির নগদ ৮৫ হাজার ১শ’ টাকা ও দেশীয় অস্ত্র ১টি চাইনিজ কুড়াল, ১টি চাকু ও ১টি ছোড়া জব্দসহ গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১০ নভেম্বর) সোনারগাঁও থানার কাঁচপুরে চাঁদাবাজির সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মো. বাবুল (৩৮), মতিউর রহমান বা বুইট্টা মামুন (৪১), মো.দ্বীন ইসলাম (৬৫)।
র্যাব-১১ সিনিয়র সহকারী পরিচালক মো.সুমিনুর রহমান জানান, একটি চাঁদাবাজ চক্র পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে লাভবান হওয়ার জন্য কাঁচপুর ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অনন্ত গার্মেন্টস ও এস এফ ফ্যাশনের সামনে বসা ভ্রাম্যমাণ অস্থায়ী ফুটপাতের দোকানদারদের থেকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে এককালীন ৫ হাজার টাকা এবং দোকান প্রতি অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। পরর্বতীতে তাদের এরূপ অত্যাচার ও চাঁদা আদায়ের বিরুদ্ধে মুখ খুললে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ সকল চাঁদাবাজদের অত্যাচারে দোকানদাররা অতিষ্ঠ। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।









Discussion about this post