সোনারগাঁয়ের কাঁচপুরে আল নূর পেপার অ্যান্ড বোর্ড ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন দুই শ্রমিক মারা গেছেন।
নিহতরা হলেন মুস্তাক আহমেদ (৪২) ও তফিজুল ইসলাম (৫০)।
বৃহস্পতিবার (৮ জুলাই) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় তারা আজ মারা গেছেন। তাদের দুজনের শরীরের অধিকাংশ অংশ পুড়ে গিয়েছিল। তফিজুলের শরীরের ৭৮ শতাংশ এবং মুস্তাকের ৬৮ শতাংশ দগ্ধ হয়েছিল।’
জানা যায়, গত ৫ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় আল নূর পেপার অ্যান্ড বোর্ড ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।









Discussion about this post