নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সওজের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা আজ বুধবার উচ্ছেদ করা হয়েছে । এলাকাবাসীর দাবী এই উচ্ছেদ যেন স্বার্থ হাসিলের জন্য না হয় । জনস্বার্থে এই উচ্ছেদ যেন স্থাযীত্ব থাকে সবসময়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত কাঁচপুর হাইওয়ে পুলিশ এ উচ্ছেদ অভিযান চালায়।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে টংঘর গড়ে তুলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এসব অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সাজ্জাদ করিম খান আরও বলেন, আজ অভিযান চালিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়কের পাশে সওজের জায়গায় গড়ে ওঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে এলাকার হাজারো ভুক্তভোগিদের দাবী, আইনশৃংখলা বাহিনী, রাজনৈতিক নেতা ও বিশেষ পেশার কয়েকজনকে নিয়মিত মোটা অংকের মাসোয়ারা দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করে লাখ লাখ টাকার চাঁদাবাজি করে আসছিলো চিহ্নিত প্রভাবশালী চক্র । কেউ এই চক্রের বিরুদ্ধে কোন কথা বলতে পারতো না । মৃত্যূ পথযাত্রী রোগিদের কে এই চক্রের চাঁদাবাজির কারণে যানজটের কবলে পরতে হয় প্রতিনিয়তঃ । খোদ থানার ওসিসহ প্রশাসনের কর্মকর্তা এই চাঁদাবাজদের কারণে ভিন্ন পথে চলাচল করতে বাধ্য হতেন । আর এই দখলদারীদের উচ্ছেদ করায় সাধুবাদ তো অবশ্যই থাকবে । কিন্ত এই কঠোরতা কতদিন ? নাকি ভিন্ন কোন উদ্দেশ্য রয়েছে এমন উচ্ছেদের নেপথ্যে ।









Discussion about this post