সোনারগাঁ উপজেলার কাচঁপুর সেনপাড়া গ্রামের একটি ফ্ল্যাট বাসা থেকে শাকিল গাজী (২৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ নভেম্বর) বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত শাকিল গাজী মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার মিতারা গ্রামের কামাল গাজীর ছেলে। তিনি কাচঁপুর সেনপাড়া এলাকার আব্দুর রহমান মুন্সির বাসার ভাড়াটিয়া।
নিহত শাকিল গাজীর স্ত্রী রাত্রী আক্তার জানান, তার স্বামী শাকিল গাজী ১৫ দিন আগে ঢাকার জুরাইন এলাকার সিফাত মিয়া ও সাব্বির আহামেদ নামে দুজন বন্ধুকে নিয়ে কাচঁপুর সেনপাড়ার একটি ফ্ল্যাট ভাড়া নেন। তারা সেখানে বসবাস করতেন। তারা তিনজনই প্রায় সময় মাদক গ্রহণ করতেন।
রাত্রী আক্তার বলেন, আমি আমার বাবার বাড়ি কুমিল্লায় থাকতাম। গত দুদিন ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ করতে না পেরে সকালে বাসায় এসে দেখি রুমে তালা। তালাবদ্ধ রুম থেকে দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীদের সহযোগিতায় তালা খুলে ভেতরে তার গলাকাটা মরদেহ দেখতে পাই। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।
এদিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।









Discussion about this post