নারায়ণগঞ্জের সোনারগাঁর নয়াবাড়ি এলাকায় নিকি প্রিন্ট নিটিং ও ডাইং নামের কারখানায় গ্যাস রাইজারের আগুনে পাঁচজন দগ্ধ হয়েছে। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ পাঁচজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
শনিবার (২২ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ভোরের কোনো এক সময় স্পার্ক থেকে গ্যাসের রাইজারে আগুন লেগে গেলে তা নেভাতে গিয়েই ৫ শ্রমিক দগ্ধ হন বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ পরিচালক (২) মোহাম্মদ তানহারুল ইসলাম।
অগ্নিদগ্ধরা হলেন- বশির, মেহেদী, আলম, নাসির ও হেভেন চাকমা।
মোহাম্মদ তানহারুল ইসলাম জানান, ভোরে কারখানাটির গ্যাসের রাইজারে আগুন লাগার সংবাদে আমরা গিয়ে আগুন নেভাই।
দগ্ধ পাঁচজনকে প্রথমে আল বারাকা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে থেকে তাদের ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।
বর্তমানে তারা ঢামেকে চিকিৎসাধীন।
এ ব্যাপারে কথা বলতে কারখানার কাউকে পাওয়া যায়নি।









Discussion about this post