নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মদপানে সম্রাট হোসেন সোহান (২২) নামে এক ছাত্রলীগকর্মীর মৃত্যু হয়েছে।
রোববার (৭ নভেম্বর) রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোহান উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার তোফায়েল আহমেদ স্বপন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোহান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বন্ধু বান্ধবদের নিয়ে ছাত্রলীগের মিছিল মিটিংয়ে যোগদান করতেন। শনিবার রাতে মদপানের পর অসুস্থ হয়ে পড়েন সোহান। চিকিৎসার জন্য তাকে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সোহান নামে এক যুবক মদপানে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।









Discussion about this post