নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করার জের ধরে হামলা, ভাংচুর ঘটনায় হেফাজতের নেতাকমীদের আসামী করে আরও ৩টি মামলা হয়েছে।
মামলার বাদীরা হলেন-সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনির বাবা হাজী শাহ জামাল তোতা ও মোগড়াপা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক নাছির উদ্দিন। এরমধ্যে সোহাগ রনির বাড়িতে হত্যার উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরের অভিযোগে তার বাবা হাজী শাহ জামাল তোতা বাদী হয়ে বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে সোনারগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামী করা হয়।
অপরদিকে রফিকুল ইসলাম নান্নু বাদী হয়ে ১২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামী করে শুক্রবার (৯ এপ্রিল) মামলাটি করেন। অন্যদিকে একই দিন নাছির উদ্দিন বাদী অপর মামলাটি দায়ের করেন।
সোনারগাঁও থানা সেকেন্ড অফিসার এস আই ইয়াউল এ তথ্য জানান। তবে তিনি নাছির উদ্দিনের দায়ের করা মামলার আসামীর সংখ্যা জানাতে পারেননি।
প্রসঙ্গত: এর আগে মামুনুল কান্ডে পুলিশ বাদী হয়ে ২টি ও সাংবাদিককে মারধর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। আরো তিনটি মামলায় ৮৩ জনের নাম উল্লেখ ও ৫০০ থেকে ৬০০ জনকে আসামী করা হয়।









Discussion about this post