ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর টোলপ্লাজার এলাকায় রাস্তা পারাপারের সময় সড়ক দূর্ঘটনায় নুরী বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে স্বজনদের হস্থান্তর করেছে ।
কাঁচপুর হাইওয়ে পুলিশের এসআই নাসিম জানান, সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজার সামনে রাস্তার ডিভাইডারের উপর দিয়ে রাস্তা পারাপারের সময় কুমিল্লাগামী একটি দ্রুতগামী বাস নুরী বেগমকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত নুরী বেগম পিরোজপুর ইউনিয়নের নায়েব আলীর স্ত্রী।
এই ঘটনায় কাঁচপুর হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান নারায়ণগহ্জ নিউজ আপডেটকে বলেন, বেলা সাড়ে ১১ টায় এমন দূর্ঘটনার পর নিহতের স্বজনরা কোন অভিযোগ নাই বলে মুচলেকা দিয়ে রাশ বাড়ি নিয়ে গেছেন ।









Discussion about this post