ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় রাবেয়া খাতুন (৬০) নামের এক বৃদ্ধা সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। আজ বুধবার সকালে রাস্তা পারাপারের সময় লরির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
রাবেয়া খাতুন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার টান বলাকি গ্রামের নূরু হাজীর স্ত্রী। সে মোগরাপাড়া চৌরাস্থায় বসবাস করতো।
কাঁচপুর হাইওয়ে পুলিশ জানান, বুধবার সকাল ৯ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ব্যস্ততম এলাকা মোগড়াপাড়া চৌরাস্তা কাঁচা বাজারের সামনে সড়ক পার হতে গিয়ে রাবেয়া খাতুন ট্রাংক লরির চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কাঁচপুর ফাঁড়িতে নিয়ে যায়।









Discussion about this post