সোনারগাঁয়ের আষাঢ়ীরচরে চেকপোস্ট থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ চালকবেশী মাদক পাচারকারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। এসময় একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিকে এ তথ্য জানান র্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।
১ অক্টোবর সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে পরিচালিত র্যাব-১১, সিপিএসসি’র বিশেষ অভিযানে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি পিকআপ গাড়ি তল্লাশী করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং অবৈধ মাদকদ্রব্য গাঁজা পাচারের দায়ে মোঃ জহিরুল হক (৩০) নামক এক চালকবেশী মাদক পাচারকারীকে আটক করা হয়। এসময় আসামির হেফাজত থেকে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি মোঃ জহিরুল হক কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন কেরনখাল এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিবহন চালকের ছদ্মবেশে সে পিকআপ গাড়িযোগে অভিনব কায়দায় কুমিল্লা জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার পিকআপ গাড়ির পাটাতনের নিচে বিশেষ পদ্ধতিতে গোপন প্রকোষ্ট তৈরি করে গাঁজা ভর্তি অবস্থায় ঝালাই দিয়ে নিয়মিত গাঁজা পরিবহন করত।









Discussion about this post