সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৩৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ কবির হোসেনকে (৩২) হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদের বুধবার (১৮ আগস্ট) রাতে এ অভিযান চালায় র্যাব। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) র্যাব-১১ এর উপ পরিচালক (মিডিয়া অফিসার) লে. কমান্ডার মাহমুদুল হাসান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ কবির হোসেন কুমিল্লা জেলার মেঘনা থানাধীন বড়কান্দা এলাকার মৃত নুরু মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ মাইক্রোবাসের চালক পেশার ছদ্মবেশে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।









Discussion about this post