শহরের কালীর বাজারের স্বর্ণ ব্যবসাযী দুবাই জুয়েলার্সের মালিক রামু চন্দ্র বর্মণ ওরফে রাম বর্মণ কর্তৃক মুক্তিযোদ্ধার কন্যা (স্কুল পড়ুয়া ছাত্রী) ধর্ষনের ঘটনায় আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছেন ভিকটিম সানজিদা বেগম (ছদ্মনাম)।
রোববার ২ মে দুপুরে নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির এর খাস কামড়ায় ২২ ধারায় জবানবন্দি প্রদানের পর কিশোরী এই স্কুল ছাত্রীকে মামলার বাদী ও ভিকটিমের মায়ের কাছে হস্তান্তরের আদেশ দেয় আদালত ।
বুধবার ২৮ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার মুক্তিযোদ্ধার বাসায় একা পেয়ে কিশোরী সানজিদা বেগম (ছদ্মনাম) কে ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রয়োজনে মুসলিম হয়ে এই কিশোরীকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটায় কালীর বাজারের স্বর্ণ ব্যবসাসী দুবাই জুয়েলার্সের মালিক রামু চন্দ্র বর্মণ ওরফে রাম বর্মণ (৪০) ।
ধর্ষণের পর কিশোরীর আত্মচিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষক রাম চন্ত্র বর্মণ ওরফে রামু বর্মন পালিয়ে গিয়ে অঞ্জলী জুয়েলার্সের মালিক ও কালীর বাজার জুয়েলারী সমিতির সহ সভাপতি কাজল কর্মকার, সমিতির সাধারণ সম্পাদক ও সিঙ্গাপুর জুয়েলার্সের মালিক কৃঞ্চ কমল দে, মৌ জুয়েলার্সের মালিক উত্তম, সুবল দাস, ধর্ষক রাম বর্মণের বড় ভাই তপু বর্মণ, জনি বর্মণসহ আরো কয়েকজনের সাথে ঘটনা দামাচাপা দিতে গোপন বৈঠক করে । প্রয়োজনে ১০ লাখ টাকায় ঘটনা ম্যানেজের চেষ্টা চালায় স্বর্ণ ব্যবসাসী এই চক্র। মামলার বাদীকেও ম্যানেজ করতে থানার ভিতরেও এমন প্রস্তাব দেয় । যার ভিডিও রয়েছে প্রতিবেদেকর কাছে।
ধর্ষিতা কিশোরীর মাসহ পরিবারের অন্যান্যদের টাকায় ম্যানেজের চেষ্টা চালায় এবং গোপন বৈঠক করে বলে নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে নিশ্চিত করেছেন কাজল কর্মকার নিজেই। ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে সভাপতির সম্মতি ছিলো বলেও চাউর রয়েছে স্বর্ণপট্টিতে ।
এমন ঘটনা কালীরবাজার জুয়েলারী সমিতির সহ সভাপতি কাজল কর্মকার গোপন বৈঠকের কথা স্বীকার করলেও সাধারণ সম্পাদক সিঙ্গাপুর জুয়েলারীর মালিক কৃঞ্চ কমল দে তা অস্বীকার করেছেন । কাজল কর্মকারের বিরুদ্ধেও এমন ধর্ষণের ঘটনা টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার অসংখ্য প্রমাণ রয়েছে।
শুক্রবার ৩০ এপ্রিল শুক্রবার নারায়ণগঞ্জ সদর থানায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে অভিযোগ দায়ের করলে কালীর বাজার থেকে লম্পট রামু চন্দ্র বর্মণ ওরফে রাম বর্মণ (৪০) কে গ্রেফতার করলে নারায়নগঞ্জ কালীর বাজারের জুয়েলারী সমিতির উল্লেখিত নেতাসহ আরো কয়েকজন নেতা টাকা নিয়ে দৌড়ঝাপ চালাচ্ছে।

শনিবার ১ মে নারায়ণগঞ্জ আদালতে ধর্ষণ মামলার আসামী লম্পট রামু চন্দ্র বর্মণ ওরফে রাম বর্মণ (৪০) কে পাঠানোর পর কারাগারে পাঠায় বিজ্ঞ বিচারক ।
আদালতে ভিকটিমের ২২ ধারা জবানবন্দি গ্রহণ ও আাসামীকে কারাগারের পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান ।









Discussion about this post