মোবাইলে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল খোদেজা আক্তারের (২৩) । এক পর্যায়ে বিষপান করেন তিনি । এতে মৃত্যু হয় খোদেজার। এমনটি ই জানালেন নিহতের দুলা ভাই ফারুক হোসেন ।
রোববার (৩১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার ইসকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্বামী মুনসুর আলী তিন বছর ধরে কাতার প্রবাসী। তিনি এক সন্তানের জননী।
নিহতের দুলাভাই ফারুক হোসেন বলেন, খোদেজা তার স্বামীর সঙ্গে মোবাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগান্বিত হয়ে ঘরে থাকা কীটনাশক পান করেন। পরে অসুস্থ বোধ করায় প্রথমে স্থানীয় একটি হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।









Discussion about this post