হটস্পট নারায়ণগঞ্জে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩৩ জন। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন মোট ৮৮২ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ৪২ জন। গত ৪৮ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন কোন মৃত্যু নেই।
বুধবার (২৯ এপ্রিল) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। আইইডিসিআর সূত্রে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এই আক্রান্তের সংখ্যা ছিল ৮৪৯ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত জেলায় মোট ২৬০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮৪ জনের। এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৬২৪, সদর উপজেলায় ১৪১৫, বন্দরে ১৬৬, আড়াইহাজারে ১৮৪, সোনারগাঁয়ে ১১৯, রূপগঞ্জে ৯৯ জনের।









Discussion about this post