“তুই কই আসিছ, তোর বাড়ি কোথায়, তোকে খুন করবো, মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজের পর ফের নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসাইনকে খুঁজতে গিয়ে আবারো অফিস সহকারীসহ সহকারী প্রকৌশলীদের সামনে গালিকালাজ করে হত্যার হুমকি দেয়ার পর বিষয়টি গণমাধ্যমে প্রকাশত হলে তা ধামাচাপ দিতে এক ঠিকাদারের মাধ্যমে বিষয়টি মীমাংশার প্রস্তাব দেয় কাজল বাহিনীর হোতারা । নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসাইন এমন আশ্বাসে অভিযোগ করা থেকে বিরত থাকলে অপরদিকে এক নেতা গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীসহ উদ্ধতন মহলে জাকির হোসাইনকে নারায়ণগঞ্জ থেকে জাকিরকে প্রত্যাহারের জোড় তদ্বির চালায়।
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
এমন মুঠোফোনে এবং অফিসে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসাইনকে হুমকি দেওয়ার বিষয়ে উদ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ফতুল্লা থানায় সাধারণ ডায়রাী করা হয়েছে ।
একদিকে গণপূর্ত বিভাগের ঠিকাদারদের গডফাদার জিকে শামীম গ্রেফতারের ঘটনায় তোলপাড়ের মধ্যে নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনকে হুমকি দেয়ার ঘটনায় যোগসূত্র খুজে বেড়াচ্ছে আইনশৃংলা বাহিনীর কয়েকটি সংস্থা ।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে ফতুল্লা মডেল থানায় হুমকির শিকার প্রকৌশলী জাকির হোসাইন বাদী হয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল ও ঠিকাদার সালাউদ্দিনের বিরুদ্ধে ওই জিডিটি দায়ের করেন।
একই সাথে এই জিডির কপি তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এবং গণপূর্ত বিভাগে অনুলিপি প্রদান করেন।
জিডিতে তিনি জানিয়েছেন, দুই দফা হুমকির পর থেকে তিনি পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। হুমকি দাতারা যে কোনো সময় তার ও পরিবারের ক্ষতি সাধন করতে পারেন।
প্রকৌশলী জাকির হোসাইন জিডিতে উল্লেখ করেন, বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে খালেদা হায়দার খান কাজল রফিক কন্সট্রাকশন কোম্পানীর পক্ষে একটি কাজ পাস করে না দেওয়ার কারণে মোবাইল ফোনে হুমকি দিয়ে বলেন, ‘তুই কখন অফিসে আসবি, আসার সঙ্গে সঙ্গে তোকে মেরে ফেলা হবে।’ পাশাপাশি অকথ্য ভাষায় গালাগালি করেন।
তিনি আরও জানান, একই দিন দুপুর আড়াইটার দিকে খালেদ হায়দার খান কাজল তার সাথে করে সালাউদ্দিন নারায়ণগঞ্জ গণপূর্ত অধিদপ্তরে এসে উপস্থিত হন এবং আমার পিএ ইমরানের মোবাইল ফোন থেকে আমাকে কল করান এবং অফিসে আসার জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু আমি অফিসে না আসাতে অন্যান্য কর্মচারীদের সামনে আমাকে গালাগালিসহ আমাকে যেখানে পাবে সেখানে পিটিয়ে হত্যা করা হবে এবং ঢাকার বাসাসহ গ্রামের বাড়িতে হামলা করার হুমকি প্রদান করেন। একই সাথে অফিসের স্টাফদের মারধর ও হুমকি প্রদান করা হয়।
প্রসঙ্গত, ঢাকার নয়া পল্টন এলাকার বাসিন্দা এপিএম রফিকুল ইসলামের মালিকানাধিন রফিক কনাস্ট্রাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেডকে আলীগঞ্জ এলাকায় প্রায় ৬৭ লাখ টাকার একটি কাজ পেয়েছিলো। সে কাজটির এগ্রিমেন্ট করার কথা। সেটির জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিককে স্বশরীরে আসতে হয়। কিন্তু সেই ঠিকাদার আসেনি। আর সেটি পাস করে দেওয়ার জন্য খালেদ হায়দার খান কাজল বুধবার (১৮ সেপ্টেম্বর) গণপূর্ত প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসাইনকে ফোন করেন। তখন তিনি ঢাকায় ছিলেন।
জাকির হোসাইন বলেন, কাজল সাহেব ফোন করে ওই কাজটি পাস করে দেওয়ার জন্য আমাকে ফোর্স করতে থাকেন। যখন আমি তাকে প্রক্রিয়া সম্পর্কে বলতে যাই তখন তিনি উত্তেজিত হয়ে উঠেন এবং আমাকে যাচ্ছেতাই ভাষায় হুমকি ধামকি দিতে থাকেন। শুধু তাই নয়, তিনি অফিসেও আসেন এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারিদের সাথেও অশোভন আচরণ করেন। ওই সময় তিনি অফিসে হুমকি দিয়ে বলতে থাকেন, আমাকে আমার ঢাকার বাড়িতে গিয়েই দেখিয়ে দিবে। এরপর জোর করে আমার ঢাকার বাসার ঠিকানা নেন আমার পিএ’র কাছ থেকে। এসব ঘটনায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এমন ঘটনায় সারাদেশের সকল গণপূর্ত বিভাগের প্রকৌশলীদের েমাঝে চরম খ্ষোভ বিরাজ করছে বলেও জানা গেছে ।
ফতুল্লা থানায় নির্বাহী প্রকৌশলী জাকির হোসাইনের দায়ের করা জিডির পর আইনশৃংখলা বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ করে বলেন, এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত অবহিত করা হয়েছে । পিডব্লিউডি এর নারায়ণগঞ্জ কার্যালয়ে কোন কোন নেতা ঠিকাদারী কাজের আগেই ১০ শতাংশ হারে চাঁদাবাজি করে তার পূর্ণাঙ্গ তথ্যও রয়েছে অনেকের হাতে । ঠিকাদার সালাউদ্দিনের মাধ্যমে জিকে শামীম নানা তদ্বির চালাতো । কোন কোন নেতা কত টাকার বিনিময়ে কাজের বন্টন করেন তার প্রমাণও পেয়েছে বলেও অনেকের মুখে চাউর রয়েছে । ( আলোচনার এমন তথ্য ভিডিও সংরক্ষনে রয়েছে )









Discussion about this post