আবার হেফাজতে ইসলামের হরতালে সংঘর্ষের ঘটনায় সিদ্ধিরগঞ্জের থানায় অজ্ঞাত ২০০ বিএনপি ও যুবদলের নেতাকর্মী ও সমর্থককে আসামি করে আরো দুটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে মামলা দায়েরের কথা জানান, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
এর আগে ৬ মামলায় বিএনপি ও জামায়াতের ২৯২৫ জনকে আসামি করা হয়। তবে ৮টি মামলার কোন মামলাতেই নাম নেই হেফাজতে ইসলামের কোন নেতাকর্মীর।
ওসি মশিউর রহমান জানান, সোহেল আহমেদ ও হুমায়ুন আজাদ খান নামে দুজন ব্যক্তি আজকে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছেন দুটি।
এদিকে হরতাল হেফাজতের হলেও এবং ঘটনায় সময় হেফাজতের নেতাকর্মীরা সকাল থেকেই ঘটনাস্থলে থাকলেও কোন হেফাজতের নেতাকর্মীদের মামলায় আসামি করা হয়নি।
এর আগে ২৯ মার্চ রাতে নাশকতা, পুলিশের উপর হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে পুলিশের দায়ের করা ৫টি মামলার এজাহারে সাবেক এমপিসহ বিএনপি-জামায়াতের ১৩৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও প্রায় সাড়ে ৩ হাজার জনকে আসামি করা হয়।








Discussion about this post