সুযোগসন্ধানী হাইব্রিডরা আওয়ামী লীগে ঠাই পাবে না। এই শোকের মাসে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, ত্যাগী নেতাদেরই জননেত্রী শেখ হাসিনা পুরস্কৃত করবেন।
মঙ্গলবার (৩১ আগস্ট) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নগরপাড়া এলাকায় নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত সকল শহিদ এবং ২১ আগস্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
মন্ত্রী বলেন, আগস্ট আমাদের শোকের মাস। এ শোক ভুলবার নয়। বাঙালি জাতির হৃদয়ে বঙ্গবন্ধু অমর হয়ে আছেন। তিনি এখন আমাদের উন্নয়নের প্রতীক। বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করছি। বঙ্গবন্ধুর স্বপ্ন তার কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। রাজাকার-আলবদররা যেন দেশের ক্ষতি করতে না পারে, সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, বঙ্গবন্ধু আমাদের মাঝে অমর হয়ে আছেন। মহান নেতার যে অবদান, তা ভুলে গেলে চলবে না। হৃদয়ে ধারন করতে হবে বঙ্গবন্ধুর আদর্শ। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে।
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









Discussion about this post