হেফাজতে ইসলাম বাংলাদেশ সোনারগাঁ শাখার আমির ও মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন খাঁন ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স জামে মসজিদের (নিয়োগ বিহীন) ইমাম মাওলানা ইকবাল হোসেন মাওলানা শাহজাহান শিবলী (কাজি) ও মাওলানা মোয়াজ্জেমকে র্যাব ১১ গ্রেফতারের পর পুলিশের হাতে হস্তান্তর করলে দুইটি পৃথক মামলায় সাত (৭) দিন করে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয় ।
বিভিন্ন মসজিদের মাইকে ঘোষনা দিয়ে সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে মামুনুল হক কান্ডে হেফাজতের নেতাকর্মীদের হামলা ও ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী ইকবালসহ উল্লেখিত চার জনকে দুই মামলায় তিন (৩) দিন করে রিমান্ড মন্ঞুর করেছেন বিজ্ঞ বিচারক আহমেদ হুমায়ুন কবির ।
সোমবার (১২ এপ্রিল) এমন তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের উপ পরিদর্শক কামাল হোসেন ।
জানা যায়, রোববার ১১ এপ্রিল উচ্চ আদালত থেকে জামিন চাইতে গিয়ে আইনজীবীর চেম্বারের বাইরে আড্ডারত অবস্থায় হেফাজত ইসলামীর উল্লেখিত নেতাদের গ্রেফতার করে ব্যাব ১১ ।
সেখানে জানানো হয়, গতকাল রবিবার দুপুরে রাজধানীর জুরাইল এলাকার একটি মসজিদ থেকে মাওলানা মহিউদ্দিন খাঁন ও মাওলানা ইকবাল হোসেন ও তার দুই সহযোগীসহ ৪ জন গ্রেফতার করা হয়েছে।
তবে মহিউদ্দিন খাঁনের পরিবার গতকালই গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন। গতকাল মাওলানা মহিউদ্দিন খাঁন, মাওলানা ইকবাল হোসেন ও হামছাদি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহান শিপলী ঢাকার জুরাইন মসজিদে তাদের মামলার জামিন সংক্রান্ত বিষয়ে এক মাওলানার সাথে কথা বলতে জুরাইন মসজিদে যান। এর কিছুক্ষন পর আইনশৃঙ্খলা বাহিনী তাদের মসজিদটিকে ঘিরে ফেলে। বর্তমানে গ্রেফতারকৃতরা র্যাব-১১ এর হেফাজতে রয়েছেন ।
গ্রেফতারকৃত হেফাজত ইসলামীর চার নেতার বিরুদ্ধে সাত দিন করে দুইটি মামলায় আদালতে রিমান্ড শুনানীকালে আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট আনোয়ার হোসেন ও এডভোকেট শিপলু । অপরদিকে রাস্ট্রপক্ষে কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান ও কোর্ট উপ পরিদর্শক কামাল হোসেন ।
এ সময় আদালতকে রাস্ট্রপক্ষ জানান, হামলার আগে উল্রেখিত আসামীরা মসজিদের মাইকে হামলা করার ঘোষনা দিয়ে লোকজন জড়ো করে এই হামলা চালিয়ে বিশাল ক্ষতিসাধন করে । পরবর্তীতে আরো নাশকতা চালাতে পরিকল্পনাও করে এই আসামীরা ।
অপরদিকে আসামী পক্ষের আইনজীবীগণ আদালতকে জানান, গ্রেফতাকৃতরা কোন ধরণের নাশকতার সাথে যুক্ত না চক্রান্ত করে তাদের আটক করা হয়েছে । তারা সমাজের সম্মানিত ব্যক্তি । তাদের রিমান্ড আাবেদন বাতিল ও জামিনের প্রার্থনা করছি ।
এমন উভয় পক্ষের শুনানী শেষে নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির সোনারগাঁ থানার ৬(৪)২১ নং মামলায় প্রত্যেককে ২ দিন করে এবং ৭(৪)২১নং মামলায় প্রত্যেক আসামীকে ১ দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন । অর্থ্যাৎ গ্রেফতারকৃত চারজন আসামীকে তিন দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত ।
উল্লেখিত চারজন হেফাজত ইসলামীর নেতা গ্রেফতারের বিষয়ে রোববার রাতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, ঘটনাটি আমরা শুনতেছি । সকালে জানাতে পারবো ।








Discussion about this post