সোনারগাঁ হেফাজতের যুগ্ম মহা-সচিব মামুনুল হককে রয়েল রির্সোটে অবরুদ্ধ রাখার ঘটনায় স্থানীয় হেফাজত কর্মিদের হামলায় সাংবাদিক হাবিবুর রহমানের উপর নির্যাতনের ঘটনায় তার পাশে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
শুক্রবার (৯ই এপ্রিল) বিকেলে সোনারগাঁ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক হাবিবুর রহমানকে দেখতে যান এমপি খোকা।
এ সময় তার সাথে আরোও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবালসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা।
এ সময় এমপি খোকা সাংবাদিক হাবিবুর রহমানের শারিরীক অবস্থার খোঁজ খবর নেন এবং যে কোন পরিস্থিতিতে তার পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, সাংবাদিকরা হলো দেশের দর্পন, একজন নীতিবান নির্ভীক সাংবাদিকের উপর যেভাবে হেফাজত কর্মীরা তান্ডব চালিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে অপরাধীদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ।









Discussion about this post