সিদ্ধিরগঞ্জ থেকে শাওন মিল্কী (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টায় শিমরাইল চিটাগাং রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

বুধবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাওন মিল্কীকে আটক করা হয়।
এ সময় তার মোটরসাইকেলের সিটের নিচে লুকিয়ে রাখা ৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। আটক শাওন বেশ কিছুদিন ধরেই মাদক কেনাবেচা ও সরবরাহ করছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।









Discussion about this post