নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থেকে বিরল প্রজাতির কোটি টাকা মূল্যের বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করছে র্যাব। এসময় অবৈধভাবে তক্ষক রাখা ও পাচার চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়।
সোমবার (৫ জুলাই) দুপুর পৌনে ১২ টায় সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার বটতলায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, চাঁদপুরের মতি মিয়া (৫০), ঢাকার মাকসুদ উল্লাহ (৪০) ও শেরপুরের শাজাহান মিয়া (৩৮)।
র্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি সম্রাট তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় অভিযান চালিয়ে বন্যপ্রাণী পাচারকারী দলের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১টি বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয়।
তিনি জানান, একটি সংঘবদ্ধ চক্র বন্যপ্রাণী তক্ষক দেশের বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে বিভিন্ন কৌশলে উচ্চ মূল্যে বিদেশে পাচার করে থাকে। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবত এই তক্ষক পাচার করে আসছিল। এ বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।









Discussion about this post