নারায়ণগঞ্জের বন্দর থানার একটি কাগজের কারখানায় দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে।
রোববার প্রথম প্রহরে মদনপুরে ‘গাজী পেপার মিলসের’ এ ঘটনায় দগ্ধ আরও তিনজনকে ‘আশংকাজনক’ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এরা হলেন- আব্দুল হানিফ (৪২), শাহিন মিয়া (৩২), আব্দুল হক (৫৫) ও হাফিজুর রহমান (২৬)।
ভোর ৩ টার দিকে চারজনকে বার্ন ইনস্টিটিউটে আনার আগেই হানিফের মৃত্যু হয় বলে এই হাসপাতালের চিকিৎসক এসএম আইউব হোসেন জানান।
তিনি গণমাধ্যমকে বলেন, “বাকি তিনজনের অবস্থা আশংকাজনক। তাদের শরীর ৭০ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।”
তাদেরকে নিয়ে হাসপাতালে আসা সোহাগ মিয়া বলেন, এরা সবাই শ্রমিক। কারখানার গরম পানিতে তারা দগ্ধ হয়।
তবে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা তার কাছে পাওয়া যায়নি।









Discussion about this post