নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলীয় শৃংখলা ভঙ্গের কারণ দেখিয়ে সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কে. এম. আযম খসরু কতৃক স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি বিলুপ্ত করে। মূল দলের আদেশক্রমে এ চিঠিতে স্বাক্ষর করেন বলে জানানো হয় এই পত্রে।
বিলুপ্ত শ্রমিকলীগের এ কমিটির সভাপতির পদে নারায়ণগঞ্জ মহানগরীর খানপুর এলাকার পিচ/শান্তি কমিটির চেয়ারম্যান আবদুল বাসেত চেয়ারম্যান ওরফে রাজাকার বাসেত চেয়ারম্যানপুত্র আলমগীর কবির বকুল ও সাধারণ সম্পাদকের পদে নব নির্বাচিত কাউন্সিলর কামরুল হাসান মুন্না দায়িত্ব পালন করে আসছিলেন।
নাম না প্রকাশের শর্তে নারায়ণগঞ্জে জেলা আওয়ামীলীগের কয়েকজন নেতা বলেন, ‘আলমগীর কবির বকুল ও কামরুল হাসান মুন্না সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী। মহানগর শ্রমিকলীগের নেতারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর নির্বাচনী কর্মকাণ্ডে বিতর্কিত ভূমিকা পালন করেছেন । নৌকা প্রতীকে ভোট চাওয়ার পরিবর্তে কামরুল হাসান মুন্না হাতি, ঘুরি ও আনারস প্রতীকে ভোট চেয়ে এলাকায় ব্যাপক প্রচার চালায় । একই সাথে রাজাকারপুত্র আলমগীর কবির বকুল হাতী প্রতীকের প্রার্থী এডভোকেট তৈমূর আলম খন্দকারের পক্ষে ভোট প্রার্থনার অডিও ভিডিও এর বেকর্ড কেন্দ্রীয় নেতাদের কাছে পৌছানো হয়েছে । একই সাথে জেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির নেতাদের এমন বিতকিত কর্মকান্ডের ফিরিস্তি কেন্দ্রীয় নেতাদের কাছে রয়েছে বলেও জানান একজন নেতা ।
এসব কারণেই কমিটি বিলুপ্ত করা হয়েছে।’
কেন্দ্রীয় নেতাদের কঠোর আদেশের পরও এমন কর্মকান্ড করায় উল্রেখিত নেতাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও কেন্দ্রীয় নেতাদের বিবেচনায় রয়েছে । আর কি করে রাজাকারপুত্ররা নারায়ণগঞ্জের এমন গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পেয়েছে তা যাচাই বাছাই করা হচ্ছে বলে জানায় ওই নেতা ।









Discussion about this post