রোববার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের খাগকান্দা নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাথী আক্তার আড়াইহাজার উপজেলার নয়াপাড়া গ্রামের ইয়াজুলের মেয়ে।
তার পরিবারের দাবি, বিয়ের জন্য চাপ দেয়ায় প্রেমিক হৃদয় তাকে বিষপ্রয়োগে হত্যা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক হৃদয়কে (২২) আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাথী আক্তার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। গত দুই বছর ধরে তার প্রেম ছিল পাশের বাড়ির কমু শেখের ছেলে হৃদয়ের সাথে। রোববার সাথী আক্তার প্রেমিকের বাড়িতে যান এবং তাকে বিয়ে করার জন্য চাপ দেয়। কিন্তু প্রেমিক হৃদয় বিয়ে করতে রাজি না হওয়ায় সাথী আক্তার অভিমান করেন এবং বিষপানে আত্মহত্যা করেন।
তবে নিহতের মা নাসিমা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে বিয়ের কথা তাকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিক হৃদয় ও তার পরিবারের লোকজন তাকে জোর পূর্বক বিষাক্ত দ্রব্য (কেড়ির ট্যাবলেট) খাইয়েছেন।’
এ সংবাদ পেয়ে সাথী আক্তারের স্বজনরা তাকে আহত অবস্থায় প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। কিন্তু অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা যাওয়ার পথে সাথী আক্তার মারা যান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা করা হয়েছে। ময়নাতদন্তের আগে বিস্তারিত বলা যাচ্ছে না।









Discussion about this post