নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন।
মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত ১২ টায় তাদের জয়ী ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে ১ হাজার ৩৮ টি ভোটের মধ্যে ৯৯২ টি ভোট কাস্ট হয়েছিল।
আওয়ামীলীগপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সভাপতি পদে জয়ী হয়েছেন অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল। তিনি ভোট পেয়েছেন ৬৭১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপিপন্থী প্যানেলের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম চৌধুরী পেয়েছেন ১৫৯ ভোট। আওয়ামীলীগের বিদ্রোহী অ্যাডভোকেট মো: আনোয়ার হোসেন পেয়েছেন ১৪৩ ভোট।
একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন আওয়ামীলীগপন্থী অ্যাডভোকেট রবিউল আমিন রনি। তিনি ভোট পেয়েছেন ৫৪৩ ভোট। তার বিপরীতে বিএনপিপন্থী প্যানেলের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার প্রধান পেয়েছেন ৩১৯ ভোট। আওয়ামীলীগের বিদ্রোহী অ্যাডভোকেট জসিম উদ্দিন পেয়েছেন ১০৯ ভোট।
সিনিয়র সহসভাপতি পদে আওয়ামীলীগের অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ ৬৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্যানেলের অ্যাডভোকেট মো: মানিক মিয়া ৩১৭ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে আওয়ামীলীগ প্যানেলের অ্যাডভোকেট সুভাষ বিশ্বাস ৫৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী প্যানেলের অ্যাডভোকেট হামিদা খাতুন লিজা ২৭২ ভোট পেয়েছেন। সহসভাপতি পদে আওয়ামীলীগের বিদ্রোহী এডভোকেট মো: এমদাদ হোসেন সোহেল পেয়েছেন ১৪৩ ভোট।
সেই সাথে আওয়ামীলীপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহমুদুল হক মমিন, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আবুল বাশার রুবেল, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট স্বপন ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট সোহেল আজাদ, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট হাছিব উল হাসান রনি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে অ্যাডভোকেট রাজিয়া আমিন কানচি, সমাজসেবা সম্পাদক পদে অ্যাডভোকেট রাশেদ ভূঁইয়া, আইন ও মানবাধিকার সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল মান্নান জয়ী হয়েছেন। এছাড়াও কার্যকরী সদস্য পদে রয়েছেন অ্যাডভোকেট এরশাদুজ্জামান ইমন, অ্যাডভোকেট হালিমা আক্তার, অ্যাডভোকেট হোসেন আহমেদ, অ্যাডভোকেট মেরাজ সরকার ও অ্যাডভোকেট অঞ্জন দাস জয়ী হয়েছে।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে গত কয়েক বছর ধরেই আওয়ামী লীগপন্থী আইনজীবী পূর্ণ প্যানেলে জয়ী হয়ে আসছেন। এবারের নির্বাচনে তারা সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন।









Discussion about this post