নারায়ণগঞ্জ আড়াইহাজারে একটি পাওয়ারলুম কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় পুরো কারখানা পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঐ উপজেলার গোপালদী বাজারের বাদল সাহার কারখানায় এ ঘটনা ঘটে। আড়াইহাজার ও মাধবদী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোপালদী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ হাফিজুর রহমান মানিক জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বাদল সাহার পাওয়ারলুম কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তার ২টি কারখানা পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগুনে পার্শ্ববর্তী শাহজাহান মোল্লা, আলমগীর ও গাজী মতিনের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শাহজাহান জানান, ৪টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে স্থানীয়দের ভাষ্য- ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।








Discussion about this post