নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চরাঞ্চলখ্যাত বক্তাবলীতে বোতল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিল্লাল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লা বক্তাবলীর বাজার কাপড় গলির আবদীন বেকারীর ছাদে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল ওই এলাকার গোপাল নগরের আক্তার মিয়ার ভাড়াটিয়া বজলুল শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে বক্তাবলী বাজারের কাপড় গলির আবদীন বেকারির ছাদে বোতল কুড়াতে গেলে পাশ দিয়ে যাওয়া পল্লি বিদ্যুৎ সংযোগ তারে স্পর্শ হয়ে ঘটনাস্থলে মারা যায় শিশু বিল্লাল।
ঘটনাস্থল পরিদর্শন করেন ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক সুকান্ত। তিনি জানান, আবদীন বেকারী ছাদে বোতল কুড়াতে গিয়ে পল্লি বিদ্যুতের তারে স্পৃস্ট হয়ে মারা যায় বিল্লাল।









Discussion about this post