ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার টিপরদী ইকোনোমি জোনের সামনে সোমবার দুপুরে বাসের চাপায় সুবাস চন্দ্র দাস (৩৯) নামের ইজিবাইক চালক নিহত হয়।
নিহত সুবাস চন্দ্র দাস কুড়িগ্রামের নাগেশ্বরীর দক্ষিন রামখানা এলাকার অগন্তি দাসের ছেলে। সে সোনারগাঁ পৌরসভার বসুরবাগ এলাকায় ভাড়া থাকে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুর ২টার দিকে মহাসড়কের ত্রির্বদী এলাকায় দিয়ে ইজিবাইকটি পারাপার হচ্ছিল। এসময় বিপরিত দিক থেকে আসা ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৫৮৮৫) ইজিবাইককে ধাক্কা দিলে দুমুড় মুচড়ে যায়। এসময় বাসের চাপায় ইজিবাইক চালক সুবাস চন্দ্র দাস ঘটনাস্থলে নিহত হয়।
তিনি আরো জানান, বাসটি আটক করা হলেও বাসের চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।









Discussion about this post