নারায়ণগঞ্জের নানা রাজনৈতিক টানাপোড়েন কারণে বিগত দেড় যুগ যাবৎ নগরীর দায়িত্ব পালনকালে মেয়র আইভীর পাশে আনুষ্ঠানিকভাবে কোন জেলা প্রশাসককে দেখা যায় নাই । এবার ই প্রথম নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ নতুন করে ইতিহাস রচনা করলেন । তিনি পুলিশ সুপার জায়েদুল আলম ফুয়াদকে সাথে নিয়ে ফুলেল শুভেচ্ছা জানানোর ঘটনায় ব্যাপক গুঞ্জন দেখা দেয় নগর ভবনসহ পুরো নগরীতে।
এমন দৃৃশ্য দেখে উপস্থিত অনেকেই বলেছেন, বিগত সময়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকদের কেউ মেয়র আইভীকে তেমন সহযোগিতা করতে দেখা যায় নাই । আসেন নাই নগর ভবনে । আইনশৃংখলা কমিটির সভায় যথাযথ সম্মান না করায় জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিলো দীর্ঘদিন যাবৎ । নারায়ণগঞ্জের একটি রাজনৈতিক পক্ষের তাবেদারী করে মেয়র আইভীকে হেয় করতে নানা কর্মকান্ডও করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের অনেকেই। নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে এসপি হারুন অর রশিদ ছাড়া আর কোন পুলিশ সুপার নগর ভবনে আসতেও দেখা যায় নাই একটি পক্ষের অনুমতি না থাকার কারণে । নগরীতে বিশৃংখলা সৃষ্টি করতে যেন চিহ্নিত ওই একটি পক্ষের হয়ে কাজ করে গেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ । যাদের অনেকের বিতর্কিত ভূমিকা কারণে নারায়ণগঞ্জের শান্তিপ্রিয় মানুষ এখনো ধিক্কার জানায় ওই নির্লজ্জ কর্মকর্তাদের ।
সেই তাবেদারী প্রথা কে উপেক্ষা করে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ নগর ভবনে উপস্থিত হওয়ায় নগরীতে চলছে ব্যাপক আলোচনা
আনুষ্ঠানিকভাবে অফিসের কাজ শুরু করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পূনরায় নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।
রোববার বেলা সাড়ে ১১টায় নগর ভবনে নিজ কার্যালয়ে আসেন টানা চার বারের মতো বিজয়ী মেয়র আইভী।
দুপুর ৩টায় তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে নগর ভবনে উপস্থিত হন নবাগত জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। তারা মেয়র আইভীকে ফুলেল শুভেচছা জানান।
এসময় মেয়র ও প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তার মধ্যে শহরের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়৷ পত্রিকা অফিসে হামলা, ত্বকী হত্যাকান্ড, যানজট নিরসন, সন্ত্রাস দমনসহ বিভিন্ন আলোচনা করেন তারা৷ সিটি করপোরেশনের সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান মেয়র ডা. সেলিনা হায়াত আইভী৷
এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, আমীর খসরু, জাহেদ পারভেজ চৌধুরী, নাজমুল হাসান প্রমুখ৷









Discussion about this post