ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শফিকুল ইসলাম হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কামাল হোসেনকে (৪৬) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারী) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে র্যাব-১১–এর সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার কামাল হোসেন রূপগঞ্জের বানিয়াদি এলাকার বাসিন্দা। শফিকুল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৫ সালে বানিয়াদি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলামকে (২৪) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে ২০০৬ সালে কামাল ও তাঁর সহযোগীদের দোষী সাব্যস্ত করে আদালত বিভিন্ন মেয়াদে সাজার রায় ঘোষণা করেন। কামাল হোসেনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।
রায় ঘোষণার পর আত্মগোপনে চলে যায় কামাল। র্যাব বলেছে, বিভিন্ন কৌশল অবলম্বন করে কামাল এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়িয়েছেন। গোয়েন্দা নজরদারি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১–এর একটি বিশেষ একটি দল গতকাল রাতে কামালকে গ্রেপ্তার করে।









Discussion about this post