নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হাইওয়ে ট্রাকচাপায় মো. আফাজ উদ্দিন (৪৫) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে জানান, আফাজ উদ্দিন বৃহস্পবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সোনারগাঁও এশিয়ান হাইওয়েতে ডিউটিরত অবস্থায় ছিলো। সেখানে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আফাজ উদ্দিনের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার চরখিদি গ্রামের, মজনু মিয়ার সন্তান। তিনি সোনারগাঁও তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।









Discussion about this post