নিজস্ব প্রতিবেদক
দাবীকৃত চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে ফতুল্লার কাশিপুরের চিন্থিত ভূমীদস্যু,শির্ষস্থানীয় চাঁদাবাজ আসলাম ওরফে ইস্ত্রি আসলাম ও তার সহোযোগিরা এক যুবক কে মারধর সহ বন্ধ করে দিয়েছে দেয়াল নির্মানের কাজ।
এ ঘটনায় মারধরের শিকার কাশিপুর হাটখোলাস্থ মৃত ওয়াজ উদ্দিনের পুত্র আওলাদ (৪০) বাদী হয়ে কাশিপুর হোসাইনি নগরস্থ মৃত আব্দুর রহমানের পুত্র মাসুদুর রহমান আসলাম ওরফে ইস্ত্রি আসলাম (৫৫) ও টেপা (৩৫) নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
মামলায় উল্লেখ্য করা হয়েছে যে,বাদী তিন বছর পূর্বে প্রবাস জীবন শেষে দেশে ফিরে এসে কাশিপুরে ৩০ শতাংশ জমি ক্রয় করে বালু দিয়ে ভরাট করে।সে দেশে ফিরে আসার পর থেকে অভিযুক্তরা নামা উপায়ে তার নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলো। কিন্তু বাদী বরাবরই তাদের দাবীকৃত চাঁদা প্রদানে অস্বীকার করে আসছিলো। চলতি মাসের ১৬ তারিখে বাদী তার ক্রয়কৃত জমির চারদিকে দেয়াল নির্মান করতে গেলে অভিযুক্ত সন্ত্রাসী ইস্ত্রি আসলাম, টেপা সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ সন্ত্রাসী তার জায়গায় এসে দেয়াল নির্মান কাজ বন্ধ করে দেয়া সহ বাদীকে বেদম প্রহার করে রক্তাক্ত জখম করে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ন (৪) জানায়, মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেস্টা করা হচ্ছে।
উল্লেখ্য যে, মাসুদুর রহমান আসলাম ওরফে স্ত্রি আসলাম শহরের শির্ষ সন্ত্রাসী বিএনপি ক্যাডার হাসানের সহোযোগি এবং আলোচিত জোড়া খুনের মামলার আসামী।তার বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ সহ রয়েছে চাঁদাবাজীর বহু সংখ্যক অভিযোগ।









Discussion about this post