নারায়ণগঞ্জে ফতুল্লার পাগলায় ট্রাকের গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (২০ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- মো. আলম মিয়া (৪৫), মো. জজ মিয়া (৫০), হাসিনা মমতাজ (৪৭), সাথী আক্তার (২০), তাহমিনা আক্তার (১৮), আসমা আক্তার (৪৫) ও হাফসা আক্তার (০৬)। এছাড়া দগ্ধ শেফালি বেগম (৪০), আব্দুল বাতেন (৫০), আফসানাকে (২) স্থানীভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ।
দগ্ধ জজ মিয়ার ভাই নাজমুল হাসান জানান, তাদের বাসা নারায়ণগঞ্জ ফতুল্লার পাগলা আলীগঞ্জে। আজ দুপুরে ট্রাকের একটি গ্যাস সিলিন্ডার তাদের বাসার কাছে রাখা হয়। সেখান থেকে গ্যাস বের হচ্ছিল। এ সময় সিলিন্ডারের পাশে ফেলা সিগারেটের আগুন থেকে গ্যাসে আগুন লেগে যায় এবং তা কয়েকটি বাড়ির ভেতরে চলে যায়।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, ‘শিশুসহ ৬ জনকে দগ্ধ অবস্থায় ইনস্টিটিউটে আনা হয়েছে। তাদের মধ্যে আলম, জজ মিয়া ও হাসিনা মমতাজের অবস্থা আশঙ্কাজনক। বাকিদেরও শরীরের বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। জরুরি বিভাগের তাদের চিকিৎসা চলছে।’








Discussion about this post