নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় স্কুল ছাত্রীকে (১৪) দলবেঁধে ধর্ষণের মামলার অন্যতম প্রধান আসামী মো. কাউসার আহম্মেদ হিমেল ওরফে কালুকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম।
সোমবার ২১ ফেব্রুয়ারী র্যাব-১১, সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল র্যাব সদর দপ্তর ইন্টারন্যাশনাল উইংয়ের সহায়তায় কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
আসামী মো. কাউসার আহম্মেদ হিমেল ওরফে কালুর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ২টি হত্যাচেষ্টা মামলা সহ আরো একাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে র্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০২১ সালের ১৬ ডিসেম্বর গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন হাজীগঞ্জ এলাকায় একটি স্কুল ছাত্রীকে (১৪) দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটায় অপরাধীরা।
১৫ ডিসেম্বর ভিকটিম তার বন্ধু হৃদয় এর সাথে বেড়াতে বের হয়। ভিকটিমের সঙ্গে তার বন্ধুর প্রেমের সম্পর্ক ছিল। ওইদিন ভিকটিমকে তার বন্ধু নানা কৌশলে গভীর রাত পর্যন্ত আটকে রাখে এবং পরবর্তীতে পূর্ব থেকেই ওৎ পেতে থাকা কালু সহ অন্য বন্ধুরা ভিকটিমকে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
উক্ত ঘটনায় নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় হৃদয় গ্রেফতার হলেও কালু সহ অন্য আসামীরা গ্রেফতার এড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
সোমবার (২১ ফেব্রুয়ারি) র্যাব-১১, সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল র্যাব সদর দপ্তর ইন্টারন্যাশনাল উইং এর সহায়তায় কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এলাকা হতে উক্ত ধর্ষণ মামলার এজাহার নামীয় অন্যতম প্রধান আসামী মোঃ কাউসার আহম্মেদ হিমেল ওরফে কালুকে (৩০) গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদেরকে গ্রেফতারের জন্য র্যাব-১১, সিপিসি-১ এর চেষ্টা অব্যহত আছে।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তরের পর নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে দলবেধে ধর্ষণ মামলায় আটক প্রধান আসামী মোঃ কাউসার আহম্মেদ হিমেল ওরফে কালু (৩০) নিজেকে নির্দোষ দাবী করে জানায়, এই মামরার বিষয়ে তিনি কিছুই জানেন না।









Discussion about this post