সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের রাজনীতিতে তিন চেয়ারম্যানকে ঘিরে চলছে ব্যাপক সমালোচনা। আওয়ামীলীগ থেকে শুরু হয়েছে ধিক্কার। আওয়ামীলীগ, নৌকা ও প্রধানমন্ত্রী শেখ হাসনাকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ ও কটূক্তিমূলক বক্তব্য দিয়ে আলোচনায় আসা নারায়ণগঞ্জের তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে মানহানি মামলা করতে যাচ্ছে জেলা আওয়ামী লীগের নেতারা।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমকে এসব কথা জানান জেলা আওয়ামী লীগের নেতারা।
এই চেয়ারম্যানরা হলেন, সোনরগাঁয়ের বারদী ইউনিয়ন পরিষদের চেয়রম্যান মাহববুর রহমান বাবুল ওরফে লায়ন বাবুল, বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান ও আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই জানান, যারা বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবে যারা শেখ হাসিনাকে নিয়ে কথা বলবে তাদের ছাড় দেয়া হবে না। বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে কটূক্তি করে নারায়ণগঞ্জের তিনজন চেয়ারম্যান বক্তব্য দিয়েছেন। তাই আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছি। অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চু, খবির হোসেন, আব্দুল কাদির ও সদস্য মোহাম্মদ শহিদুল্লাহ।
জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি একটি ঘুড়ি উৎসবে বক্তব্য রাখতে গিয়ে বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান বলেন, আমি ভিন্নমতের মানুষ। ভিন্ন দলের মার্কা নিয়ে নির্বাচন করি। আমি যাই করি না কেন আওয়ামী লীগ করি বা জাতীয় পার্টি করি আমি ওসমান পরিবারের সৈনিক ওসমান পরিবারের কর্মী। আমি কোনো পার্টি বুঝি না, আমি শেখ হাসিনা বুঝি না, আমি তারেক জিয়া বুঝি না, আমি খালেদা জিয়া বুঝি না, আমি শেখ মুজিবুর বুঝি না, আমি বুঝি শুধু ওসমান পরিবার। ওসমান পরিবার যখন যেভাবে নির্দেশনা দিয়ে যাচ্ছেন আমার জীবন ডাস্টবিন থেকে রাজ প্রাসাদে যেভাবে আনছেন যারা আমি যেভাবে আছি সেভাবে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি রাতে সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের পাইকপাড়া দেওয়ান বাড়ির বাৎসরিক ওয়াজ মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেছেন, আমি বারদীর ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রী বারদী আসলেও আমার হুকুম লাগবে। প্রশাসন আমার পক্ষে কাজ করবে, কারো ফোনে প্রশাসন আসবে না। আমি বাবুল যদি বলি সুইচ অফ, দিস ইস অফ। কারণ আমার যোগ্যতায় আমি চেয়ারম্যান হয়ে আসছি।
একই সাথে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেছেন, আমি নৌকা না নিলে আরও বেশি ভোট পেতাম। অন্য কেউ হলে পাসই করতো না। আমি পাশ করতে পারছি ।
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন দেলোয়ার হোসেন প্রধান এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আলীরটেক ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন জাকির হোসেন। একই সাথে গত ২৮ নভেম্বর তৃতীয় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনারগাঁয়ের বারদী ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হন লায়ন মাহবুবুর রহমান বাবুল।
উর্লেখিত তিন চেয়ারম্যানের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যকে ঘিরে নারায়ণগঞ্জের রাজনীতিতে চলছে তোলপাড় ।









Discussion about this post