শহরের ডালপট্টি এলাকায় একটি ফ্ল্যাট বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওই ঘটনায় রক্তমাখা ছুরিসহ নগরীর পাইকপাড়া এলাকার জুবায়ের নামের এক যুবক ও ফারজানা নামের একজন নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।
ধারণা করা হচ্ছে, ওই যুবক দুইজনকে কুপিয়ে ও জখম করে হত্যা করেছে।
১ মার্চ মঙ্গলবার বিকেল পৌনে ৩টায় ডালপট্টি এলাকায় স্বপন দাসের মালিকানাধীন ৬ তলা ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাট থেকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন রুমা চক্রবর্তী (৪৬) ও তার মেয়ে ৭ মাসের অন্তঃস্বত্তা ঋতু চক্রবর্তী (২২)। পুরো ফ্লোর ছিল রক্তমাখা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহজামান বলেন, মা ও মেয়েকে খুন করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি। নাম এখনই প্রকাশ করা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত চলছে ।









Discussion about this post